সিনোফার্ম থেকে আরও সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে আসছে আরও ১ কোটি ৪ লাখ ডোজ। যেকোনো সময় চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে এমওইউ সই হবে। এর মধ্যে দেড় কোটির টাকা দেওয়া হয়ে গেছে।
বিভিন্ন দেশকে টিকা দিতে বৈশ্বিক উদ্যোগ-কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে ৪৪ লাখ টিকা দেশে আসবে। এরমধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যে আসবে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা আসবে।
ড. মোমেন বলেন, দেশের অর্ধেক নাগরিককে ভ্যাকসিন দিতে চাই। ভ্যাকসিন না নিলে মৃত্যুহার বাড়বে। প্রত্যেক সপ্তাহে ১ কোটি দিতে চেয়েছিল সরকার। তার মানে আট সপ্তাহ অর্থাৎ ৮ কোটি। মানে দেশের অর্ধেক লোক।

সব সাপ্লাই এক সঙ্গে এনে রাখতে পারি না, ফেইজওয়াইজ ভ্যাকসিন আসছে। সেভাবেই কাজ চলছে, একটু এদিক সেদিক হতে পারে। ভারত জানিয়েছে, তাদের অবস্থা উন্নতি হচ্ছে। আরেকটু ভাল হলেই টিকা পাঠিয়ে দেবে।
এস/এ


