আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম এখন সেজেছেন ব্যবসায়ী

আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম এখন সেজেছেন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক ।। পুরো নাম মোঃ জাহিদুল ইসলাম। পিতা : শাহজাহান মোল্লা। মা জাহেদা বেগম। গ্রামের বাড়ি মোল্লা বাড়ি, বিশম্বর্দি, মুকসুদপুর, দিগনগর, গোপালগঞ্জ। পড়াশোনা করেছেন ঢাকা কলেজের ভূগোল বিভাগে।

পারিবারিক সূত্রে জাহিদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক ও ছাত্রলীগের কর্মী।

অতীতে আওয়ামী লীগের সুবিধা নিয়ে গড়ে তুলেছেন অডেল সম্পত্তি ও সন্ত্রাসের রাজস্ব। সেই সঙ্গে নিরীহ মানুষকে দিয়েছেন নানা প্রকার ভোগান্তি ও করেছে হয়রানির শিকার।

মাদারীপুরের ইশিবপুর ইউনিয়ন এলাকার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে তুলে নিয়েছেন হরেক সুবিধা।

চাঁদাবাজি জমি দখল সিট বাণিজ্য সব কর্মই করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিচয়ে।

১৮/০৫/২০২৫ রাত ১২ টার পর ছাত্র জনতা জাহিদুল ইসলামকে শেরে বাংলা থানায় সোপর্দ করে। তার নামে একাধিক মামলা আছে বলে জানা যায়। ১৮/০৫/২০২৫ তারিখ পুলিশ জাহিদুল ইসলামকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং তদন্ত করার নির্দেশ দেন। ২৫ মে ২০২৫ পরবর্তী শুনানীর তারিখ দিয়েছেন আদলত।

জাহিদুল ইসলাম হাজী সেলিমের সন্ত্রাসী বাহীনির সদস্য এবং মুকসদপুর ও ঢাকায় ব্যাপক ভয়ের রাজত্ব কায়েম করেছে।

কিন্তু বর্তমানে নিজের ভোল পাল্টে বেমালুন ভুলে গেছেন অতীতের রাজনৈতিক পরিচয় কথা। শেরে বাংলা থানায়  আটক থাকার পর নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেছেন এই ছাত্রলীগ কর্মী জাহিদুল ইসলাম। ছাত্রলীগের পরিচয়ের কথা বেমালুম অস্বিকার করেন তিনি।

কিন্তু জাহিদুল হয়তো ভুলে গেছেন মানুষের বর্তমান বেঁচে থাকে অতীত কর্মের উপরে।

নিজেকে নিষ্পাপ দাবি করা জাহিদুল ইসলামের অতীত কর্মকাণ্ডের ছবি গুলো সাক্ষ্য দিচ্ছেন, তিনি নিবেদিত আগাগোড়া একজন আওয়ামী লীগ কর্মী ও সমর্থক।